কবিতা - সবুজের ডাক আসিব ইসলাম ছড়া, প্রকৃতির কবিতা গাছ কেটে ফেলো না ভাই, ছায়া দেবে কোথায় তাই? নদী রাগে, জল শুকায়, পাখি ডাকে—ফিরে আয়! পলিথিনে মাটি মরে, ফসল কমে ধানে খরে। সবুজ চাও, সবুজ দাও, প্রকৃতিকে ভালোবাসাও। আজ লাগাও ছোট্ট গাছ, ভবিষ্যতে মিলবে রক্ষা-আশ। ♥ ০ পরে পড়বো ১০২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন