আসিব ইসলাম

কবিতা - অচেনা পথের সুর

আসিব ইসলাম

হারিয়ে যাওয়া মেঘের ভেলায় মন কেন আজ ওড়ে,
পুরোনো সব স্মৃতির কথা কেবল মনে পড়ে।
গোধূলি বেলার আবছায়াতে স্বপ্ন সাজাই একা,
হয়তো কোনো এক বাঁকে হবে তোমার সাথে দেখা।

​নদী যেমন চলতে চলতে সাগর খুঁজে পায়,
তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায়।
শিশির ভেজা ঘাসের ওপর আলতো চরণে চলা,
বাকি রয়ে গেল আজও হাজারও কথা বলা।

​আকাশ জুড়ে তারার মেলা, চাঁদের স্নিগ্ধ আলো,
বাসবে কি আর আগের মতো আমায় একটু ভালো?
দুঃখগুলো মুছে গিয়ে হাসুক আবার প্রাণ,
হৃদয় জুড়ে বাজুক তবে মিলনেরই গান।

পরে পড়বো
২২
মন্তব্য করতে ক্লিক করুন