বুকে আগুন, চোখে স্বপ্ন, হাত ধরেছিল জনতা,
গর্জেছিল রাজপথ জুড়ে, নতুন আশার বহতা।
শাসনের স্তব্ধ নিঃশ্বাসে, জেগে উঠলো ইতিহাস,
জুলাইতে জ্বললো দীপ, সত্য হল বিশ্বাস।
দেয়ালে ছিল প্রশ্ন লেখা, হৃদয়ে ছিল ব্যথা,
কণ্ঠে ছিল প্রতিবাদের, শপথ বাঁধা কথা।
নেই কেউ আজ একা আর, সবাই হাতে হাত,
একটি জাতি জেগেছিল, ছিঁড়ে ভয়ের পাত।
ছাত্র তরুণ রাস্তায় নেমে গড়লো এক অভিযান,
স্বৈরতার সিংহাসন আজ, রইল শুধু নিঃশ্বান।
শাসক পলায়ন করলো, লজ্জার ছায়া তলে,
জনতার জয়ের পতাকা উড়লো গৌরব ছলে।
৫ আগস্ট তাই আজকে, নতুন স্বপ্নের দিন,
ভালোবাসি এই মাটি, ভালোবাসি স্বাধীন চিন।
লড়াইয়ের সেই পথ ধরে—শপথ আবার নেই,
মানবতার জ্যোতির রেখা আমরা হারাতে নই।

মন্তব্য করতে ক্লিক করুন