হাসি নেই সে মুখে আর,
চোখে তার শুধু—ধূসর ধ্বংসের ভার।
খেলনার বদলে, হাতে ধরা
ইটের টুকরো… ভাঙা স্বপ্নের সুর ধরা।
মায়ের কোলে পায় না ঠাঁই,
বোমার শব্দে—কেঁপে ওঠে বুকের ভেতর ভয় পাই।
আকাশ জুড়ে গর্জে ড্রোন,
মাটির তলে শিশুর—আর নেই কোনো মন-প্রণ।
নারীর বুক ফেটে চিৎকার,
প্রতিটি কান্না—হৃদয়ে আঁকে অশ্রুর হাহাকার।
দিনে হারায় এক সন্তান,
রাত্রে নিভে যায়… আরেকটি প্রাণ।
জ্বলছে আজ—ফিলিস্তিনের ভূমি,
নিরব বিবেকেরা ঘুমায়,
নির্বাক পৃথিবীর কূলে… কূলে।
তবু সে শিশু—স্বপ্ন বোনে,
আশার আলো খোঁজে,
নতুন সূর্যোদয়ের…
কোণে।
মন্তব্য করতে ক্লিক করুন