-ঘৃণা মানুষকে বাঁচিয়ে রাখে।
– কিভাবে?
-হৃদয়ের গভীরে যত বেশি ঘৃণা জন্মে কারো প্রতি, ঠিক ততই তাকে স্মৃতিতে আঁকড়ে রাখা যায়। সৃষ্টিকর্তা প্রদত্ত পুরস্কার মানুষ তার ঘৃণীত স্মৃতি বেশিক্ষণ সংরক্ষণ করতে পারে। জর্জ ব্যাটাইলের মতে,** ঘৃণা মানুষের মধ্যে একটি “নিষিদ্ধ শক্তি” সৃষ্টি করে, যা তাকে জীবনের জটিলতা অনুভব করতে বাধ্য করে—এটি অস্তিত্বের তীব্রতা বাড়ায়।
– ঘৃণা কি কোনোভাবে ভালোবাসার সাথে সম্পৃক্ত?
-না। একে অপরের বিপরীতধর্মী। কেননা মানুষ চাইলেও তার সাথে ঘটে যাওয়া সুন্দর ভালোবাসায় সিক্ত সময়গুলী বেশিদিন মস্তিষ্কে সংরক্ষণ করতে পারে না। অপরদিকে মানুষ না চাইলেও ঘৃণা মস্তিষ্কে নিজস্ব স্থান দখল করে রাখে।
-ঘৃণা মুছে ফেলার উপায় কি?
-প্রচন্ড ভালোবাসতে হবে। ঘৃণাকে মুছে ফেলতে হলে ভালোবাসা বাড়িয়ে তুলতে হয়।
– ঘৃণাকে ভালোবাসায় রুপান্তর এর মাধ্যমে কি মানুষকে স্মৃতি থেকে হত্যা করা যায়?
-হুম। কেননা মানুষ ভালোবাসার স্মৃতির বিভ্রম দ্রুত ঘটায়। ফলে দ্রুতই স্মৃতির মৃত্যু ঘটে।
-ঘৃণা জমিয়ে রাখতে পারাটা কি তাকে চিরতরে স্মৃতিতে রাখার কোনো কৌশল?
– হয়তো।
মন্তব্য করতে ক্লিক করুন