মোঃ আশিক মিয়া

কবিতা - নিরবতার মৃত্যু

লেখক: মোঃ আশিক মিয়া

অপূর্ণতা –
কে বেশি তীব্র?
চিৎকার নাকি নিরবতা…।

অপূর্ণতা –
তুমিতো চিৎকারের ভাষা বুঝলেনা
তুমি নিরবতা ভাষা বুঝবে কেমনে..?

এই ভরা কুয়াশায় আদিম উৎসবে,
তোমার সংশয়ী মন অদূরে নাচে ধাঁচে ধাঁচে।

আমার ব্যাকুলতার বিবর্ণ সৃতি মিশে গিয়ে
পান করে একাকিত্বের স্বাদ…!

অনুভূতিগুলো পরিবর্তন না হয়ে হয় কিছু কথার,
বদলে যায় সময়, হারিয়ে যায় মানুষটা..!
পরিশেষে মৃত্যু হয় নিরবতার…!!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন