আমাদের গ্রামের মানুষ
— নেশান্তপ্রতীক আশরাফ

আমাদের গ্রামের মানুষরা,
ভুলাভালা সরল সরা।
কথা কম, হাসি বেশি,
মুখে মিষ্টি শান্তির রাশি।

মাটির ঘরে বাস করে তারা,
ছোট একটা চৌকি সারা।
ধান লাগায়, গরু রাখে,
কাজের মাঝে দিনটা ঢাকে।

না চায় সোনা, না চায় গহনা,
চায় শুধু পেটভরে খাওয়ার যানা।
কেউ কষ্ট দিলে, চুপে যায়,
বুকে রাখে, মুখে না কায়।

ভালোবাসে গাছ, ভালোবাসে মানুষ,
সোজাসাপ্টা মন, নাই কোনো ফাঁকফুঁস।
এই মানুষগুলোর হৃদয় বড়,
তাদের মতো হও, তা-ই তো উচিত পরো।

৮০
মন্তব্য করতে ক্লিক করুন