নেশান্তপ্রতীক আশরাফ

বৃষ্টিভেজা সবুজ ঘাসে হাঁটছে একাকী সময়,
নিস্তব্ধ পাতার কানে ফিসফিসায় স্মৃতির শব্দ।
আকাশটা যেন জড়ানো বিষণ্নতায়,
প্রকৃতি আজ প্রেমিক— আর আমি তার প্রাক্তন।

কোনো ডাক নেই, কোনো উত্তর নেই,
শুধু হাওয়ার মাঝে কারো মৃদু নিঃশ্বাস মিশে যায়।
এক চুপচাপ বিকেল—
যেখানে ভালোবাসাও ভিজে থাকে নিরবধি।

— নেশান্তপ্রতীক-আশরাফ

১৬
মন্তব্য করতে ক্লিক করুন