প্রস্থানপরবর্তী প্রতিধ্বনি
কিম কবি বিদ্রোহী

তোমার হৃদয়-প্রাঙ্গণ হইতে নির্বাসনের পর,
অজস্র অন্ধ গলিপথে আমি পরিভ্রমী
নক্ষত্রশূন্য রাত্রির মতো,
যেখানে গন্তব্যের প্রতিচ্ছায়াও ছিল অস্পষ্ট।

আমি জানি না, কোন অন্তঃসত্তার ভেতর অনুপ্রবেশ করেছি—
কিংবা কতটা মৌনতার অতলে নিমজ্জিত হয়েছি;
তবে একটিই উপলব্ধি তীব্রভাবে প্রতিধ্বনিত হয়েছে
উদ্দেশ্যহীন বিপথগামিতাও ছিল এক ধরনের প্রয়োজনীয় ভ্রষ্টতা।

আমাদের অনুচ্চারিত আকাঙ্ক্ষাগুলি,
যেগুলো একত্রে বিন্যস্ত হতে পারত এক মহাকাব্যিক দৃশ্যে
তা যেন অসমাপ্ত সংগীতের মতো
ভেসে গেছে সময়ের অন্তর্জলে।

ভালোবসা ছিল অপরিহার্য এক অভিসন্ধি
যেমন তৃষ্ণার্ত মরুর আশ্বাসপ্রাপ্তি।
তেমনি, বিচ্ছেদও ছিল অনিবার্য,
একটি অভিঘাত যা হৃদয়কে রক্তাক্ত করে তবেই
চেতনায় জন্ম দেয় চিরন্তন অভিধা।

আজ সেই দূর-অতীতে ফেলে আসা বেদনার ছায়ায়,
আমি জেনে গেছি
প্রেমও একপ্রকার ব্যর্থতার পূর্ণতা,
আর বিচ্ছেদ এক নিঃসীম ভালোবাসার সর্বশেষ স্বাক্ষর।

পরে পড়বো
৯৩
মন্তব্য করতে ক্লিক করুন