পরিচিতি: বাবা'র স্বপ্ন পুরণে ব্যার্থ আমি তবু ছিলাম বাবার আদরের ছেলে। সাহিত্যের পরিচয়ে বাড়ী, ঘর, বায়োডাটার প্রয়োজন বোধ করি না। সাহিত্যের পরিচয়টা হবে এমন যে কিভাবে সাহিত্যের ভূবনে এলাম।
শুয়েছিলাম ঘরের দরোজার
সামনে, রাত আটটা গ্রামের জন্য অনেক রাত। আমি দরোজা খুলে পার্টি বিছিয়ে শুয়েছিলাম। ঘরের সামনে পুরু উঠোন জুড়ে কড়ই গাছের অসংখ্য ডাল। ডাল পাতার ফাঁকফোঁকর দিয়ে মাটিতে এসে পড়ছে জোৎস্না, দরোজার মুখে শুয়েছিলাম বলেই আমার চোখে মুখে সেই জোৎস্না এসে পড়ছে, আমি যেনো অচেনা কিছুর সন্ধান পেলাম, যা ধরতে গিয়ে আজও ধরতে পারিনি, কৈশোর থেকেই লিখছি, কোন অজানাকে ধরতে আজও কলম চলছে এ কলম থামবে বুঝি আমি চোখ বুঝিলে! অজানাকে আর কবে ধরবো এ ভাবনায় আমি দিশেহারা, রাতগুলোও দিশেহারা! দিশে হারাতেই পৌঁছে গেছি চল্লিশের ঘরে।
এ আর আলম (পাগল)