পরিচিতি: আসিব ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একজন উদীয়মান কবি। গ্রামীণ প্রকৃতি ও জীবনচেতনা তাঁর কবিতার মূল অনুপ্রেরণা। ২০২০ সালে এসএসসি ও ২০২২ সালে এইচএসসি পাশ করে বর্তমানে নার্সিংয়ে অধ্যয়নরত। তাঁর
কবিতায় প্রকৃতি, সমাজ ও মানবিক বোধের মেলবন্ধন ঘটে, যা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। তিনি নিয়মিত লিখে থাকেন banglakobita.com এবং banglakobita.net এ। তাঁর কবিতার মধ্যে পাওয়া যায় জীবন ও বাস্তবতার সঞ্জীবনী শক্তি।