Profile Picture
লেখকের নাম -

কালিদাস রায়

জন্ম তারিখ: শনিবার, ২২ জুন ১৮৮৯

জন্মস্থান: বর্ধমান, ভারত

পরিচিতি: কালিদাস রায় (২২ জুন ১৮৮৯ — ২৫ অক্টোবর ১৯৭৫) ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত কাব্যগুলির মধ্যে তার প্রথম কাব্য কুন্দ (১৯০৭), কিশলয় (১৯১১), পর্ণপুট (১৯১৪), ক্ষুদকুঁড়া (১৯২২) ও পূর্ণাহুতি (১৯৬৮) বিশেষ প্রশংসা লাভ করে। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির বৈশিষ্ট্য। তিনি আনন্দ পুরস্কার লাভ করেছিলেন।

কালিদাস রায়'এর কবিতা সমূহ

এখানে প্রকাশিত কবিতার সংখ্যা: ১

কবিতার শিরোনাম মন্তব্য
ছাত্রধারা