পরিচিতি: আমি মোঃ রবিন মিয়া। আমি একজন ছাত্র। আমার চারপাশের জীবন, প্রকৃতি, মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা—এসবই আমার কবিতার উৎস। আমি কোনো বড় কবি নই, তবে আমার চেষ্টা থাকে সহজ-সরল ভাষায় মনের কথাগুলো
তুলে ধরার। 'ভাইঙ্গা যাওয়া ঘর' আমার তেমনই এক প্রচেষ্টা, যেখানে আমি জীবনের কিছু ভাঙা অংশকে জোড়া লাগানোর স্বপ্ন দেখি। আমার কবিতাগুলো আমার জীবনের আয়না, যেখানে আমি নিজেকে এবং আমার চারপাশের জগতকে খুঁজে পাই।