পরিচিতি: সানাউল হাসান শাওন একজন তরুণ কবি, যিনি প্রেম, নীরবতা, বিদ্রোহ ও অন্তর্দাহকে কবিতার মাধ্যমে তুলে ধরেন। ২০০৩ সালের ২৭ অক্টোবর বরিশালে জন্ম নেওয়া সানাউল শাওন বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং
অর্থনীতি বিষয়ে স্নাতক অধ্যয়নরত। ২০২৩ সাল থেকে তিনি বাংলা-কবিতা ডটকমে নিয়মিত কবিতা প্রকাশ করে আসছেন। ইতোমধ্যে তার “প্রায়শ্চিত্ত”, “রাক্ষসের অন্তঃদহন”, “মলাট”সহ বেশকিছু কবিতা পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তার লেখায় আত্মঅনুসন্ধান, নাগরিক ক্লান্তি, অস্তিত্বের টানাপোড়েন ও নীরব প্রতিবাদের ছাপ স্পষ্ট। শব্দের গভীরতায় সানাউল শাওন গড়ে তুলেছেন এক নিজস্ব কাব্যভুবন, যেখানে কবিতা হয়ে ওঠে ভালোবাসা, যন্ত্রণার ভাষ্য এবং সময়ের প্রতিবাদ।