পরিচিতি: সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র মো: সজিব হোসেন। তিনি ২০০৩ সালে ৪ঠা ফেব্রুয়ারি যশোর জেলায় চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামে নানা এর বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলায় মহেশপুর উপজেলার হুদাদূর্গাপুর
গ্রামে। পিতা মো:সফিকুল ইসলাম এবং মাতা মোসা: সাবিনা খাতুন। বর্তমান তিনি দেশের সুনাম ধন্য বিদ্যাপীঠ—"হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" দিনাজপুর-এ "ইংরেজি বিভাগে' অধ্যায়নরত আছেন। সাহিত্যকে ভালোবেসে মনের মাধুরী দিয়ে লিখে চলেছেন বহমান নদীরূপে।তাঁর অসংখ্য কবিতা, ছোটগল্প বিভিন্ন সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তাঁর বেশ কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশের পথে।