পরিচিতি: কবি মো: সুমন মিয়া তার ছদ্মনাম - হামিউল হক সুমন পিতা - আব্দুল মান্নান মাতা- রওশনারা বেগম বিবি- লামিয়া আক্তার মিতু। কবি ১৯৯৬ ইং সালের ১২ই ডিসেম্বর ময়মনসিংহ জেলার
ঈশ্বরগঞ্জ থানার চরশিহারী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি চরশিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি ও ২০১৮ সালে বিবিএস স্নাতক ডিগ্রী শেষে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে এমবিএ (মাস্টার্স) এ অধ্যয়নরত রয়েছেন। “রঙিন ভুবন” কবিতা দিয়ে ২০২৪ ইং সালে কবি সাহিত্য অঙ্গনে পদার্পণ করেন। তার প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “ কাব্যের স্নিগ্ধতা ” ২০২৫ ইং বই মেলায় প্রকাশিত হবে।