আজিজুল হক

কবিতা - গঙ্গা তুমি বইছো কেন

আজিজুল হক

তুমি শুধু একটা মননের জন্ম দাওনি,
জন্ম দিয়েছো একটা বিশ্বাসের,
সে বিশ্বাস নিবিড় অনুভূতির,
সে বিশ্বাসেই জন্ম আমার,
আমার বিশ্বাসে ঘুন ধরে নি কখনও,
তাই তোমার স্বাধীনতার গর্ব
মাতৃত্বের উর্ধাঙ্গ আর নিম্নাঙ্গ ভাগাভাগির হলেও
আমার নয়।
তুমি কালাহান্ডি তে মাতৃস্তনেও দুগ্ধ খুঁজে না পেলেও
নরপশুরা উন্মাদনা খুঁজে পায়!
আমার ক্লান্ত অবসন্ন মুখে জমে থাকা
ঘাম গুলো তুমি আঁচল দিয়ে মুছে দিও,
আমি ততক্ষণে তোমার ভালোবাসা গুলোকে
তিস্তা তোর্সায় ভাসিয়ে দিয়ে আসি ,
বরফ গলা জলে প্রাণ জন্ম নিক তাতে।
দেখব তাদের মুরোদ কত
আমার মন টা কে ভাগাভাগি করুক !
আমি মসজিদ আর মন্দিরে
মোহাম্মদ আর শ্রীকৃষ্ণ কে বেঁধে রাখব।
দ্যাখ , বেটা,তোদের জোর কত !!!!
মাতৃস্তন পান করে,তাকেই দুভাগ করিস!!!
এমন প্রেম চাই না আমার —–
আমি ভগীরথ কেই ভালোবাসি, না হয় ততক্ষণ!
….. ……

২৬
মন্তব্য করতে ক্লিক করুন