একবার আয়নার সামনে নগ্ন হয়ে দাড়াও,
নিজের প্রতিটি অঙ্গ – প্রতঙ্গের সামনে মেলে ধর নিজেকে,
দেখবে নিজের বলে কিছু নেই,
কিছুই হয়না,
যদি তোমার স্পর্শে বিষ থাকে।

একবার নিজের বুকে কান পেতে শোন
হৃদপিন্ডের শব্দগুলো,
বিষাক্ত সাপের হিস্ হিস্ শব্দে
ছাই হয়ে গেছে কিনা রত্নে গড়া তোমার মিনার, দেখে নাও!

অপ-সংস্কৃতি বলে কিছু হয়না,
অন্তত মানুষ বিতারনেই যেখানে লক্ষ্য….
ভিখারী আজ মহারাজা সেজেছে
পোশাক দেখে চিনছে মানুষের ধর্ম!
তাজমহল কিংবা লালকেল্লায় ওরা ধর্ম চেনে না!

‘৫১,’৭১এর স্রোতের দায় তোমার ছিল কি?
ডেমোগ্রাফি বদলেছিল সেদিন,
গল্পটা ইতিহাস!

উদ্বাস্তু বলে কিছু নেই,
পৃথিবীটাই সমৃদ্ধ হয়েছে অভিবাসনে।
মানুষ মারায় দেশপ্রেম নেই,
থাকে না ধর্ম বিদ্বেষেও,
ওতে থাকে বিছানা গরমের বিষ!
কোর্ট কাচারীরাও বিক্রি হয় প্রতিদিন,
হিটলার বেঁচে থাকে সমস্ত ভণ্ডামিতে!

একবার ন্যাংটো হয়ে নিজেকে দেখ..
তোমার সারা অঙ্গে পচন ধরেছে,
গন্ধ ছড়িয়েছে ভোটবাক্স গুলোতে..
মন্দাদরি জানে শুধু তোমার মৃত্যুবান!!
রাম – কৃষ্ণের খেলা শেষে
ভাঙতে এসেছো ঐতিহ্য।
…………..

পরে পড়বো
৭১
মন্তব্য করতে ক্লিক করুন