দেশটা যখন ডুবে ছিল গহীন আঁধার বনে।
দীপ্ত আলো জ্বাললে তুমি তোমার সুপ্ত মনে।
সেই আলোটাই ছড়িয়ে দিলে ভারতবাসীর কাছে।
স্বাধীনতার জন্য তারা প্রলয় নাচ নাচে।
ভারতবাসী উঠল জেগে স্বাধীনতার জন্য।
স্বাধীনতা চায় যে শুধু, চায় না কিছু অন্য।
‘আজাদ হিন্দ’ গড়লে তুমি আনতে স্বাধীনতা।
আপোষবিহীন রণনীতি, তুমি স্বাধীনচেতা।
বজ্রকন্ঠে দিলে তুমি দিল্লি চলার ডাক।
চাইলে তুমি ভারত মায়ের গ্লানি মুছে যাক।
রক্ত দিলে স্বাধীনতা, দিলে অঙ্গীকার।
তোমার শৌর্যে করলে তুমি শত্রুকে ছারখার।
দেশের জন্য দেশবন্ধুর যোগ্য তুমি শিষ্য।
ভারত মায়ের দামাল ছেলে — চিনল সারা বিশ্ব।
বিবেকানন্দের আদর্শে জাগালে ভারতভূমি।
অশ্রু দিয়ে অঞ্জলি দিই, তোমার চরণ চুমি।
স্বাধীনতার স্বাদ পেল যে সারা ভারত রন্ধ্র।
সংগ্রামী বীর, মুক্তিসূর্য, তুমি সুভাষচন্দ্র।
কবিতা - তুমি সুভাষচন্দ্র
বাপন মান্না
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা
৪৫

মন্তব্য করতে ক্লিক করুন