কবিতা - ভূমিকাহীন ভাস্কর চক্রবর্তী অন্যান্য কবিতা কী খুঁজে বেড়াচ্ছো তুমি সারাদেশ জুড়ে? —- রুটি, শুধু রুটি। দিন নেই রাত নেই ঘুম নেই খোঁজা শুধু খোঁজা— কী খুঁজে বেড়াচ্ছো তুমি সমস্ত জীবন? —ভালোবাসা শুধু। ♥ ০ পরে পড়বো ৬২৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন