ভাস্কর চক্রবর্তী

কবিতা - প্রার্থনা ১

লেখক: ভাস্কর চক্রবর্তী

এবং যে খেতে পায় না সারাদিন, তুমি প্লেট-ভর্তি খাবার পাঠিয়ো তাকে।
এবং রাত্রিবেলা যার ঘুম হয় না
তুমি লিখে জানিয়ো তাকে ঘুমিয়ে পড়ার সহজ উপায়গুলো।
যার কোনো প্রেমিকা নেই, তুমি
অঢেল বন্ধু দিয়ো তাকে___
এবং যে অসুখী আমার মতো, তুমি তাকে চিরকালীন শান্তি দিয়ো।

৩৮৪
মন্তব্য করতে ক্লিক করুন