বুকের ভেতরে গান… আছে আছে পাখিদের বাড়ি
বুকের ভেতরে ডিঙি… আমি কিন্তু মাঝি হতে পারি
বুকের ভেতরে রাগ… তুলে দিই সব কাঁটাতার!
রক্ত দিয়ে মুছে দিই দেশভাগ, এপার-ওপার
বুকের ভেতরে তির… ভাষাব্যাধ হয়ে পাহারায়
রাত্রিদিন জেগে থাকি, চোখ লিখি রোজ কবিতায়
বুকের ভেতরে চোখ… চোখে চোখে বাংলাভাষা বীর
বর্ণমালা জুড়ে আছে কত কত শহিদশিবির
কত কত ভাঙ্গা পাড়… কত বজ্র… কত ঘুর্ণিঝড়…
মাথাভরতি স্বপ্ন আর কুলুকুলু বাঙ্গালীর স্বর
বুকের ভেতরে আমি আগলে আগলে রাখি ভাঙাবুক
ভাঙা বাংলা জোড়া লাগলে সেরে যাবে আমার অসুখ…
মন্তব্য করতে ক্লিক করুন