মানুষ কখনও যাবে
এই ভেবে অপেক্ষায় বসে থাকি দৃঢ়…
#
তেমন চেনে না কেউ বালুর ভেতরে নদী!
না-চিনুক… একবার ফিরো…
#
ফিরো… ফিরো… ফিরো…
নৌকোর রহস্যে আমি
মিছিমিছি জড়িয়ে পড়িনি!
#
মানুষ কখনও যাবে—
এটুকু যথেষ্ট কথা…
#
‘তুমি তো নিঝুম মাছ?’
এর বেশি জিগ্যেস করিনি…

৩২
মন্তব্য করতে ক্লিক করুন