তুমি কি এখনও খুঁজছ তাকে, আমি কি তাকে মাফ করে দেই?
গন্তব্য ভেঙেছিল ঘর, ভেঙেছিল অনেক সম্পর্ক
নিমেষেই
কোথায় যাচ্ছ কাকেই বা জানিয়ে, মানুষের চিন্তা নেই তা তো নয়
সময়ের সবটুকু কাকেই বা দিলে কেনই বা এত অপচয়?
তবু তো অনেক মানুষ বাঁচে কোনো চিন্তা না করেই, সারা জাগায় কি মনে
মানুষ কেন বাঁধে ঘর কেন খোঁজে আপন ঠিকানা, যদি গন্তব্য নাই থাকে জনে জনে।

৩১
মন্তব্য করতে ক্লিক করুন