দর্পণ কবীর

কবিতা - পথিক ও প্রতিবিম্ব

লেখক: দর্পণ কবীর

গন্তব্য জানা এক পথিক অস্তাচলের ম্লান সুবর্ণ রেখায়
দীর্ঘশ্বাসের উষ্ণতা রেখে যায় বসন্ত বিলাপে।
আকাশের পিঠে আকাশ ছিল না, নির্বাসিত নক্ষত্রগুচ্ছ, মেঘদল,
চাঁদ, গ্রহপুঞ্জ..! অথচ বাতাসে ছিল মাতাল করা তোমার
গায়ের মিষ্টি গন্ধ। সমুদ্রমুখি নদী বর্ণিল বাঁকে এঁকে
নেয় না বলার কথার প্রচ্ছদ। তাবৎ বিরহ এসে
জমে হয় পাহাড়ের
কালো রঙ-তবু পথিক বিচলিত নয় মোটে। যতই এগোয়
সে, পথে সবকূড়ি ফুল হয়ে ফোটে। আকাশবিহীন
আঁধারঘন সন্ধ্যা মুঠোবন্দি করে পথিক স্বপ্নগ্রস্থ,
স্বরলিপিহীন আবেগ
মদিরতায় সে খোঁজে তোমার মনের দৈর্ঘ্য-প্রস্থ। পথিক
জানে না, তুমিও আকাশের মত রহস্যময়।
ভালোবাসলেই গন্তব্যে
যায়না পৌঁছানো, করতলগত হয়না জয়। জীবনের
জয়গানে, টানাপাড়েনেও গন্তব্যের পথে চলা।
সামনে এসে দাঁড়ায় তোমার প্রেম, হাত
বাড়লেই প্রতিবিম্ব, একতাল অবহেলা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন