বাঁশবাগানের ধারে একটু উঁচু জমি আবছা মনে পড়ে
শ্যাওলা-ধরা ইটে একটু ঘেরা জমি আবছা মনে পড়ে
ছোটো মাটির ঘোড়া ছড়িয়ে আছে কেন দরগা পিরের মাঠে
জ্বালানো মোমবাতি কাঁপতে থাকে রাতে মনে পড়ছে খুব
শহর পার করে বনের কাছাকাছি মনে পড়ল খুব
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন