কবিতা - আশংকা দীপক রায় অন্যান্য কবিতা যে ভয় থেকে রাত্রে মোবাইল বন্ধ রাখ . সেই সেলফোন কাল খুলে রেখেছিলে কেন ? আবছা ঘুমের মধ্যে বারবার কীসের শঙ্কায় জেগে উঠেছিলে ? # শুধু ভোরবেলা একটু বেশি ঘুমের ভেতর দু’বার তিন বার ডেকে ঊথেছিল কাক, চমকে উঠেছিলে। ♥ ০ পরে পড়বো ৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন