দীপক রায়

কবিতা - হেমন্তের হাওয়ায় আজ এক অনর্থ

দীপক রায়

হেমন্তের হেমবর্ণ হাওয়ায় আজ খুব অনর্থ হলো।
একঝাঁক পাতা এসে ছড়িয়ে পড়ল
আমাদের হেমবর্ণ উঠোনে।

কিছুই উপেক্ষণীয় নয়—এমনকী এই সামান্য হাওয়া
এই পাতা ঝরে পড়া, এই শীতের আভাস, সার্কাস তাঁবু
আর ছোট্ট চেহারার জোকার।

ঈশ্বর আমায় আর-একবার সময় দিন। আর-একবার।
আমি সব ঝরা পাতা কুড়িয়ে নেব।
সব ঝরা পাতা, যা তোমাদের পায়ের ওপর ঝরে পড়েছে
—কুড়িযে নেব, কুড়িয়ে কুড়িয়ে নেব
ওই হেমবর্ণ আলোয়।

আজ আমি এক অনির্বচনীয় আলো পেয়েছি।
আজ এক অনর্থ ঘটে গেল হেমন্তের হেমবর্ণ হাওয়ায়।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন