দীপক রায়

কবিতা - সে দেখছে

দীপক রায়

সে দেখছে
ধ্বংসস্তুপের নিচে
পড়ে আছে
তার বাড়ি

সে দেখছে
কোনো কোলাহল নেই
আর্তনাদ নেই
কান্না নেই

সে দেখছে
ভোরের আলো এসে পড়েছে
এক স্তব্ধতার মধ্যে
মুখ থুবড়ে
ভেঙে চুড়ে
পড়ে আছে
সাতচল্লিশ বছর

সে দেখছে

২৬
মন্তব্য করতে ক্লিক করুন