উত্তর দিকে সে ফিরে গিয়েছে কেন যে এমন
দখিনা বাতাস ফিরিয়ে এনেছে কেন যে এমন

গাছের বাকলে আঁকা ছিল মুখ তখন রাত্রি
পাথরে মাটিতে হারিয়ে গিয়েছে তখন রাত্রি
জীর্ণ পোশাকে কেন ফিরে আসা তখন রাত্রি

ক্ষয়ে ক্ষয়ে যাই রাতের ভেতরে কেন যে এমন
রাতের ভেতরে জবা হয়ে ফোটো কেন যে এমন

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন