এই দুপুরে এক অলৌকিক হ্রদ থেকে উঠে এলে।
কানের পাশ দিয়ে গড়াচ্ছে জল,
চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা বুকের অন্তরঙ্গতায়।
একটু দূরে দাঁড়াও—না হলে তোমাকে ছুঁয়ে ফেলব।

কাবুল থেকে এসেছি জোব্বা পরে
কাল, পরশু কি পরদিন ফিরে যেতে হবে আফগানে।
—এই নাও আখরোট বাদাম কিশমিশ।
আমার আফগানের বালি আছে ঝুলিতে—নাও।
আর যে-হ্রদ থেকে এই দুপুরে উঠে এলে তুমি
আলগোছে তার থেকে কিছু জল নিংড়ে দাও—
পান করি, আর তোমাকে দেখি—
স্নাত তুমি, আলগোছে তোমাকে একবার।

পরে পড়বো
৫১
মন্তব্য করতে ক্লিক করুন