কেন মা তোমারি —

সহাস বদন আজ মলিন নেহারি।

আলুলিত কেশপাশ,

তব এ মলিন বাস;

হেরিতে না পারি।

নীরবে সজল আঁখি, ঊর্ধভাবে স্থির রাখি,

ডাকিছ কাহারে বদ্ধ বাহুযুগ প্রসারি;

কেমনে সনতান গন

করিছে মা দরশন

তব অশ্রুবারি।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন