কবিতা - কেন মা তোমারি দ্বিজেন্দ্রলাল রায় অন্যান্য কবিতা কেন মা তোমারি — সহাস বদন আজ মলিন নেহারি। আলুলিত কেশপাশ, তব এ মলিন বাস; হেরিতে না পারি। নীরবে সজল আঁখি, ঊর্ধভাবে স্থির রাখি, ডাকিছ কাহারে বদ্ধ বাহুযুগ প্রসারি; কেমনে সনতান গন করিছে মা দরশন তব অশ্রুবারি। ♥ ০ পরে পড়বো ৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন