সারাজীবন অভিমানে থেকে, নিঃসঙ্গ অভিমানী কবি অভিমান নিয়ে চলে গেলেন পরপারে। যে কবি জলে আগুন লাগিয়েছেন, যৌবনের কর্তব্যের আহ্বান করছেন। সেই কবি চলে গেলেন অনেকটা নিরবে। প্রশ্ন থেকে যাবে অনেকের মত তাঁরও, এই জনপদের জন্মটাই কী আজন্ম পাপ ছিল। জীবনে কষ্ট করেছেন, প্রচণ্ড হতাশায় ছিলেন, কিন্তু কখনো কারো কাছে নত হননি, যাঁর কলমও কোনদিন নত হয়নি। মৃত্যুটাই কী শেষ জীবনের একমাত্র চাওয়া ছিল কিনা, কে জানাবে?
পরপারে ভালো থাকবেন হে… প্রিয় কবি হেলাল হাফিজ…
মন্তব্য করতে এখানে ক্লিক করুন