কবি ইমদাদ শাহ্

কবিতা - ২০০০ সাল

কবি ইমদাদ শাহ্
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ অন্যান্য কবিতা

আমি যখন ছিলুম বসে
একলা নদীর ধারে
হঠাত দেখি নৌকা এসে
আমায় হাত নারে
একটু এগিয়েই দেখি আমি
লিখা তার পীঠে
এসেছি আমি তোমার তরে
কি দেখ চিরকুটে
বিষ্ময় দেখি পঞ্জি ফুরে
একের ঘরে দুই
সহস্র শতক পরে এল
ব্যস্ত সুরের ভুঁই
মুছে গেল সেই নিরাকার
‘এক’ ছিল নাম
লুপাট হয়ে গেল সেকেল
সিন্দুর শহর গ্রাম
এল নগর পুঞ্জে স্বর
অপার সম্র বিলাসিতা
অবাক করা তারার আলোয়
সৃষ্ট শিখর ঘৃতা
রন্দ্রে রন্দ্রে গলল বরফ
শীতল তিক্ত পথ
ছুটলো সভ্যতার পাগলা ঘোরা
তীক্ষ্ন কুরুপ রথ
ঘাত প্রতিঘাতের বুনো লয়ে
পুরনো মুটের সংগ্রাম
পেলনা তবু নতুন কন্ঠে
নতুন কোন নাম
আপন বেগে চলল মানুষ
চলল ধূসর পৃথিবী
হারিয়ে অতীতের জীর্ণ কপট
তীর্ণ তর স্মৃতি
এভাবে সহস্রাব্দ পাড়ি দিল
এল ২০০০ সাল
ডাকল আমায় বলল চল
ধরবে তব হাল

পরে পড়বো
১৭৮
মন্তব্য করতে ক্লিক করুন