রক্ত কণায় আগুন জ্বলে
রক্ত লাল রক্ত লাল
তারুণ্যে বিস্ফোরিত চব্বিশ সাল
আমরা করি মহরত
লাল জুলাইয়ের প্রান্তরে
আমারা করি মহরত
ঐ স্বৈরাচারের বন্দরে
লক্ষ লক্ষ তরুণ তুর্কি
হৃদপৃন্ড যার রাজপথে
দীর্ঘ করে জুলাই ওরা
প্রজ্বলিত মুক্তির শপথে
তারুণ্যের আগুন স্বৈরাচারে
বিচ্যুরিত হয় যেন
বুক চেঁতিয়ে তরুণ উঠে
তোরা গুলি করিস কেন
ওরা বীর উন্নত শীর
লাল বসন্তের ফুল
রক্ত কনায় আগুন জ্বলে
তোরা কেন করিস ভুল
অন্ধকারের আয়না ঘরে
বা সাঁজোয়া থেকে ঝরা রক্তের নৃত্য
ওরা তো ভাই ভয় করে না
অন্ধকার আর মিত্যু
ওরা লাশ লাশের হাত উঁচিয়ে
গাদ্দারের পলাশীর প্রান্তরে
ওরা শহীদ গাজী বীর
বল ওরা কি করে মরে
তরুণ হৃদয় বারুদ ফুল
আর তোরা অন্ধকারে হন্তারক
তোদের ইশারায় স্টেন চলে
তোরাই দেশোদ্রোহী ঘাতক
তোদের জুলুম পেরিয়ে
স্তমিত সূর্যটা একদিন ঠিক উঠবেই
রাজপথ যার রক্তাক্ত দলিল
জনতার ঘুম টুটবেই

পরে পড়বো
২৯৪
মন্তব্য করতে ক্লিক করুন