তিপান্নো বছর পর
এলো স্বাধীন দেশের প্রহর
এবারই প্রথম বাঙালির জাগলো রে অন্তর
এবারই প্রথম বাংলাদেশ হাসল মন্বন্তর
রোদ্র মুখে পতাকা স্যালুট
এবারই প্রথম ভাঙলরে বুট
দেশ প্রেমের ঐ কঠিন হাতে
আজ বন্দুকের সঙ্গীন যাচে
আজ জনতার কঠিন আঘাত
হাসল আমার বাংলাদেশ
বাঁধ ভাঙ্গা আজ হাসির রেখা
স্বাধীনতাটা ভায়ের রক্তে লেখা
আসল বিজয় জাগল গান
জাগল আমার রুদ্র প্রান
আমাদের সতত অভ্যুত্থান
যেখানে মোদের শঙ্কা ভয়
রক্তে মোদের লেগেছে বিজয়
আমরা মরেছি বারবার বোনের চিৎকারে
আমরা মরেছি বারবার মায়ের প্রলাপে
আমরা মরেছি বারবার ভাইয়ের রক্ত মেখে
আমরা জেগেছি বিনিদ্র রাত
আমরা বেঁধেছি সমুদ্র বাঁধ
বিজয়ের ঐ ভোরে যে জাতীয় সঙ্গীত বাজে
সেই বিজয় দেখেছি মোরা এই ২৪ আর ৭১রে
শ্বাসরুদ্ধকর ৯ মাস কিংবা ৩৬ দিন
দেশ প্রেমের পতাকা আমাদের চির সঙ্গীন
আমরা লড়েছি বারবার
বিদেশি বেনিয়া স্বৈরাচার
আমরা মরেছি বারবার
আমরা মরেছি শতবার
শত দ্রোহে

৪০৯
মন্তব্য করতে ক্লিক করুন