আবু সাঈদ বাংলা মায়ের সরল সহসী ছেলে— দুর্বার তরুণ সাহসী যুবা
দুই বাহু প্রসারিত করে রাজপথে দাঁড়ানো বীর —যার শির চির সমুন্নত
দেখেনি এই বাংলা কভু বীর আবু সাঈদের মত
দেখেনি এই বাংলার দিগন্ত থেকে দিগন্তে হারানো শোকে এমন কাতরতা
নতুন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলার বুকে স্বাধীনতার ক্ষত
আবু সাঈদ স্বাধীনতার রক্ত বীজ যার বুকে জাগ্ৰত
বাংলাদেশের হৃদয় নিংড়ানো ক্ষতে যার বিরত্ব-গাথা লেখা
সেদিনের(১৬ জুলাই) সোনালী দুপুরের সূর্যটা ছিল দূরান্ত মহিমায় চির যৌবন-দীপ্ত
পরাজিত শক্তি সেদিন মাথা উঁচু করে দাঁড়ানোর স্পর্ধায় রাজপথে ছিল নির্লিপ্ত
নৃশংস রূপে ফিরে আসতে চাইছিল সরকারের পা চাটা পুলিশ অস্ত্রধারী ছাত্রলীগ
রাবার বুলেট টিয়ারশেল সাউন্ড গ্রেনেডের শব্দে বিপর্যস্ত ছাত্ররা ছুটতে থাকলো দিকবিদিক…
বেরোবি ক্যাম্পাস দখলে মরিয়া হয়ে উঠে দফায় দফায় সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাঁধে
পুরো ক্যাম্পাস যেন রনক্ষেত্র হয়ে ওঠে—শিক্ষার্থীরা প্রান ভয়ে পিছু হটে
তখন আবির্ভাব হয় এক দুঃসহী তরুণ যুবার—হাতে লাঠি বাহুতে বল যেন রন তূর্য সম
মৃত্যুর কালো কাফন রাঙা টি শার্ট পরে তুমি মিত্যুর মত দুর্দম
দুই বাহু প্রসারিত করে দাঁড়িয়ে যায় রাজপথে বুক উঁচিয়ে
এ যেন চীনের মহাপ্রাচীর মহাকাশ ফুঁড়ে উদগ্ৰীব
যেন সব বুলেট অত্যাচার সে একাই বহন করবে
একজন নেতা সহযুদ্ধা সমন্বয়ক কি অভিধা তার
চোখে ছিল না মিত্যুর বিভীষিকা —বুকে দাউ দাউ করে জ্বলছিল দেশপ্রেম
ক্রোধে উন্মত্ত পুলিশ নৃশংস রূপে রাউন্ডের পর রাউন্ড গুলি ছোড়ে তার দিকে
হাতের ছোট লাঠি দিয়ে প্রতিরোধ করার বৃথা চেষ্টা তার
একটি গুলি এসে ঠিক পাঁজর বরাবর আঘাত করে ঠিক বুঝে উঠতে পারেনি সে তবু পড়ে গেলে চলবে না
সেযে নেতা সমন্বয়ক শিক্ষার্থীদের প্রান শত শত শিক্ষার্থী যার দিকে তাকিয়ে
কিন্তু হায় রক্ত মাংসের শরীর নিয়ে আর কতক্ষন তিন রাউন্ড গুলি এসে বিদ্ধ করে অবশেষে লুটিয়ে পড়ে
আবু সাঈদ যার কন্ঠে ছিল স্বাধীনতার সূর্য ডাক
সূর্যের মত জ্বলছিল তবু যেন তার দেশটা মুক্তি পাক
আবু সাঈদ দুর্বার তারুণ্য যুবা এক বীরের নাম
ছিমছাম গড়নের সুঠামদেহী এক পুলকিত প্রান
বুক উঁচিয়ে ডানা মেলেছ তুমি মুক্ত বিহঙ্গ তেষ্ঠ
হে আবু সাঈদ তুমি অদম্য তুমি বাংলার বীর শ্রেষ্ঠ
তুমি দৃঢ়তর পদাঙ্কে ঝঞ্ঝার ন্যায় অনিরুদ্ধ
তুমি সাহসী নিখিল প্রান্তরে পাথরের দেয়াল
আবু সাঈদ এক বিপ্লবী চেতনা এক সংগ্ৰাম
বুকের রক্ত দিয়ে দিয়েছে সে দেশ মাতার দাম
ছিল না তার অদম্য দুই চোখে মিত্যুর বিভীষিকা
পড়েই ছিল দেশের তরে মিত্যুর লাল রক্ত টীকা
দেশের পতাকা কপালে পেঁচিয়ে হাঁটত সারাটা দিন
দারিদ্র্যর নিষ্ঠুর পরিহাস যাকে করতে পারেনি বিলিন
বুকে দাউ দাউ করে জ্বলছিল অদম্য দেশপ্রেম এক
পথে ঠুকে ঠুকে মরা মেধাবীরা ছিল তার বুকে প্রত্যেক
পা চাটা পুলিশের লেজুড়বৃত্তির লীগের অস্ত্রের ঝনঝনানি
তবু আগামীর চেতনায় উজ্জীবিত তার মন খানি
আবু সাঈদের রক্ত রাঙানো এই বাংলার তেপান্তর
স্বৈরাচারী যেতেই হবে হতেই হবে দেশান্তর
আবু সাঈদ এখন হেঁটে বেড়ায় বাংলার পথে প্রান্তরে
বুকে তার রেখে গেছে বাংলাদেশের প্রতি অকৃত্রিম প্রেম
এখনো আবু সাঈদকে দেখতে পাই বাংলার শ্যামল প্রান্তরে
অদম্য সাহসী যুবা লক্ষ লক্ষ আবু সাঈদ এখন রাজপথ জুড়ে
সেদিন আকাশের অতন্দ্র নীলিমাও যেন আবু সাঈদের
শোকে বৃষ্টি ঝরিয়েছিল
আবু সাঈদের নিথর দেহের লুটিয়ে পড়া দেখে আজো
ঘুমের ঘোরে কাতর
আবু সাঈদ এক প্রেরণার নাম
আবু সাঈদ এক চেতনার নাম
এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি

৪৫৬
মন্তব্য করতে ক্লিক করুন