আবু সাঈদ আবু সাঈদ
বাংলার শ্রেষ্ঠ বীর ভাই
তার মতো ঐ বুক চেঁতিয়ে
যুদ্ধে যাবার চাই
যুদ্ধে যাবো যুদ্ধ যাবো
সংগে নিবো কি
আবু সাঈদ ধর্মেও আছে
বুক বেঁধেছি বুক পেতেছি
বুক পাতে তার কঠিন পাঁজর
গগন চূড়ে পড়ায় ছাতি
লক্ষ লক্ষ সূর্য তখন
ছড়িয়ে দেয় আলোর জ্যোতি
রক্ত নিশান বিজয় উড়ে
মিত্যুর নেই পরোয়া
রক্ত করে নৃত্য তখন
বাজছে করার ঘেরোয়া
বুক টানটান উঠল তুফান
বাংলাদেশ জুড়ে
মুক্ত বাংলা ডাকে তখন
স্বাধীনতার সুরে সুরে
আসছে জুলাই আসছে
বুক চেঁতিয়ে আবু সাঈদ
বাংলার বুকে ভাসছে
স্নিগ্ধ বাতাস মুক্ত আকাশ
শ্রাবণ ধারায় রুদ্র মাস
লক্ষ লক্ষ আবু সাঈদ
মিত্যু মুখেও হাসছে
আসছে জুলাই আসছে
আসছে সাঈদ রাহুর কাইত
ডাইনে বাঁয়ে মানিক লাল
চোখজোড়া গাছের ডাল
রক্ত মাদল ঘন্টা বাজে
খড়গ উঠায় সাধু সাজে
ভাঙরে তালা আগুন জ্বালা
ভাঙ গোলামির জিঞ্জির
আর গেরুয়া বাহিনীর পিঞ্জীর
২২৯

মন্তব্য করতে ক্লিক করুন