গর্জে উঠলে ছাত্র সমাজ
বদলে যায় ইতিহাস
ইতিহাসের দল মাদলে
শাসনের বন্দীশালার
হয় রে কেবল সর্বনাশ
সর্বগ্রাসী শাসন শিকল
অস্ত্র করে বেজায় বিকল
বিক্ষোভে গর্জে উঠে
অরুণ বরুণ তরুণ দল
তখন আর চলে নারে
শাসন বা রাষ্ট্রযন্ত্রের
কোন দূর্গ দখল ছল বা কল
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন