ফাগুনের আগুন লেগেছে আজি অজর পারা গাঁয়
দেখবে এসো সাজতে বস মা ডেকে যায় মা ডেকে যায়
কোথায় আগুন কোথায় আগুন দেখতে পারছি নাক হায়
এ আগুন,আগুন নারি রূপের লিলা,বুঝলি,বুঝলি লক্ষী সোনা
পশু-পাখি-অলি-দলির সক্কলেরই রক্ত দিয়ে তা কেনা
বসন্ত, বসন্ত এসেছে ধরায়:
ফুটেছে ফুল আমের মুকুল,টোপা কূল, ফুলের গন্ধে আকুল মৌ মৌ,মৌ মৌ আভা ছড়ায়
আলি,অলি জুটেছে পাড়ায়:
গুন গুন গায় কৃষ্ণ কায়
ফুলের মধু ইচ্ছেমত সাবরায়
কোকিল, এসেছো কোকিল, কোকিলের গান মিষ্ট তান
দেখতে ভারি কালো
হিম সকালে বসন্তদূত প্রথম আমার ঘুম ভাঙালো
আমি বলি,এত আগুন এত রূপ কি দিয়ে হয় বুনা
ছোট্ট সোনার হাসিখানি সব দিয়েও তবু হবে না
ফুল নিও মধু নিও,নিও রং বসন্ত ছারি
ছোট্ট সোনার কপোলে টিপ দিও ভরি ভরি
সব নিও শুধুই এ আগুনটুকু না নিভিও

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন