কবি ইমদাদ শাহ্

কবিতা - হযরত মুহাম্মদ (সঃ)

কবি ইমদাদ শাহ্
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ ধর্মীয় কবিতা

মহিমান্বিত রজনী
খোদার রওজা মোবারকের
বয়ানে বয়ানে সঁপিতে শুনি
ইমামের মধুর ধ্বনি
প্রান শিহরিত
পাক কোরআনের
অমৃত বাণী
রহমাতুল্লিল আল-আমিন !
খুলেছে খুলেছে
দেখেছি আজিকে
রহমতের রুদ্ধদ্বার
অভিমুখে দাঁড়িয়ে
গ্ৰহণ করেছে
আজিকার সিন্ধুপার
আলহামদুলিল্লাহ !
লুন্ঠিত ধরনী দিকে দিকে
যখন পাপের ধিক্কার
কদমে কদমে পূর্ণতা পাক
আজিকার সিন্ধুপার
লা ইলাহা ইল্লাল্লাহ !
কলবে কলবে মঙ্গলময়
তোমার ধ্বনি এক বিন্দু
তুমি মঙ্গল নূরের
নূরানী মর্মর সিন্ধু

পরে পড়বো
২৫৯
মন্তব্য করতে ক্লিক করুন