জুলাই এক বিদ্রোহী উদ্যত কবিতা-
রক্তের ইতিহাস, শাসনের কালো হাত !
উদ্যত দানবের নাগপাশ ছিঁড়ে
বুলেট বিদ্ধ – রক্তাক্ত গনতন্ত্র
জোরালো কন্ঠে উচ্চারিত প্রতিবাদ
রক্ত পথে -গাড়ি গাড়ি লাশের সারি
গনকবর- বাতাসে উন্মত্ত বিপ্লবী সৌরভ
বাবার কাঁধে ছেলের লাশ
আর ছেলের কপালে মায়ের আঁচল
রাষ্ট্রীয় বৈষম্যে জনতার সোচ্চার
সত্যের মুখে অস্ত্রের লাগাম –
বিপ্লবী সৌরভ;নগ্ন নৃত্যে বাজছে রাইফেল
চারিদিকে রক্তের ফোয়ারা –
ফ্যাসিবাদ কায়েমে স্বৈরাচার রিদ্ধ!
ব্যারিকেড ভেঙে বিদ্রোহী জনতা
প্রতিবাদী কণ্ঠ উত্তাল হাওয়া
রক্ত কথা কয় উদ্দাম বিপ্লব
যেখানে রক্ত সেখানে বিপ্লব
ন্যায় ও সত্যের পথে স্লোগান অবিরাম
ক্যালেন্ডারের ছেঁড়া পাতায়
দিন বদলে অনবদ্য ৩৬ ক্ষন
যেন দ্রোহের স্মৃতিকথা
অশান্ত হৃদয় -রক্তে লেখা প্রতিবাদ
জুলাই সেনা, রক্তে যাদের বিদ্রোহী আগুন জ্বলে
দগ্ধ বুকে চোখে ও মুখে আগুন হাতে প্রতিজ্ঞা বলয়
ন্যায্য দাবি নব্য হানাদার -বাকশাল কায়েমের হুংকার
আর বিপরীতে তাদের ন্যায্য অধিকার
মুহু মুহু গুলির শব্দ বারূদের ধোঁয়ায় অন্ধকার নামে-স্তমিত স্বাধীনতা
বুলেট ভরা দেহ রক্তে ভেজা কাপড়
রক্ত ও ক্ষতে হাসপাতালে কাতরায়
বোনদের পাঁজরের নিতম্বের ভাঙ্গা হার
ইন্টারনেট ব্লাক আউট দেশটা গুম
তবু গুলি বোমায় ভয় করে না
হেলিকপ্টার থেকে চলে নৃশংসতা
জুলাই সেনা তরুণ বুকে রক্তেও আগুন
দুঃস্বপ্নের মাঝেও আনতে চায় ফাগুন রক্তে যখন বুদ -ওদের প্রতিবাদী হাত
বুকে বিদ্রোহ -বিজয়ের আর্তনাদ
রিকশা থেকে গড়িয়ে পড়ে রক্ত
তবু থামে না রিকশা -রক্তাক্ত সেলুট
রক্তে যাদের বিদ্রোহী আগুন জ্বলে
রাজপথে তারা মুক্তির কথা বলে
জাগরুক কন্ঠ স্লোগান স্লোগান
দগ্ধ মাটির বুক চিরে জন্ম নেয় মুক্তি
বারুদের গন্ধ যেন মুক্তির সুবাস
বিপ্লবী কমরেড দুঃসাহসী দূর্নিবার
জুলাইয়ে শ্রাবণ মেঘের গর্ভ কিংবা বজ্রনিনাদ
কিছু রুখতে পারেনি রক্তাক্ত বুকের আর্তনাদ
মিত্যুর সাথে বাজি ধরে
দেয়ালে দেয়ালে স্বপ্ন এঁকে জানায় প্রতিবাদ
কবিতার শব্দের চেয়েও যেন লাশের সংখ্যা বেশি যেখানে
উত্তরা যাত্রাবাড়ী রংপুর জুড়ে লাশের মিছিল
রক্তের নিশানা বুনেছে ভেতরে ভেতরে
জুলাই এক রক্তাক্ত কবিতারই প্রতিধ্বনি

২৮৬
মন্তব্য করতে ক্লিক করুন