বাংলাদেশে
জুলাই মাসে
রক্ত রাঙা রাজপথ
ঐ তরুণরা নিচ্ছে শপথ
উঠেছে জনতার ধ্বনি
স্বৈরাচারী তাই মাতাল খুনি
রক্তে ভাসে রক্তে ভাসে
বিপ্লবী ঐ জুলাই মাসে
যেন পরাধীনতার অট্ট পেশ
গর্জে উঠে বাংলাদেশ
দেশপ্রেমীদের এমন দেশে
ছাত্ররা যায় বীরের বেশে
স্লোগান মিছিলে এক সাথে
প্রতিবাদী শক্ত হাতে
স্বৈরাচারীর পতন করে
বৈষম্য করবে দূর
এগিয়ে যাবে দূর বহুদূর
৩৩২

মন্তব্য করতে ক্লিক করুন