পদাতিক ছাত্রজনতা
কবি ইমদাদ শাহ্
আমরা চলি মুক্ত পথে
মুক্ত ধারার জন স্রোতে
অগ্রে আগুয়ান
আমরা মুক্ত প্রান
রনে মুক্তি মনে বল
বীর সেনানী বীর দল
চলরে চলরে চল
চল চল চল
চলরে পদাতিক চলরে দিকবিদিক
চলরে এ দুখী দেশের অতন্দ্র সৈনিক
চলরে তরুণ প্রান
চলরে নওজোয়ান
চলরে দেশের তরুণ ত্রাতা অগ্রে আগুয়ান
চলরে দেশের রুদ্র মায়ের বীর ধারা সন্তান
আজ বুক বেঁধে গাইব মোরা মুক্তি রুদ্র গান
আমরা হব অগ্ৰনী বীর ব্যথিত দেশের প্রান
চলরে নবীন চলরে প্রবীণ
চলরে যত আগুয়ান
রাজপথ থেকেই আসবে সুদীন আসবে নব অভুত্থান
চলরে দামাল দল চলরে বামাল
চলরে যত মুক্তি প্রান
লড়ব মোরা দেশের তরে লড়ব মরনপন
তাজা খুনে বান ডেকেছে রক্ত উঠিবে ভীষণ
আমরা নতুন বীর বাংলা মোদের নীড়
এই বাংলা রবে না কভু স্বৈরাচারের অধীর
বলরে বলরে বলরে বল
বাংলাদেশ বাংলাদেশ বল
স্বৈরাচারের উৎখাত
বাংলাদেশ জিন্দাবাদ
চলরে কঠিন প্রান
রাখিতে বাংলার মান
যাদের আছে কুন্ঠিত তূর্য বলিয়ান
চলরে পদাতিক চলরে বেগতিক
চলরে যত কঠিন প্রান মুক্তির পথিক
ন্যায়ের লড়াইয়ে
মোদের তাজা প্রান
আমরা করিব দান
আমরা আগুয়ান
মার্চ মার্চ মার্চ
চলবে কুচ-কাওয়াজ
আমরা করিব তালাশ
কঠিন যুদ্ধ হবে যে আজ
পায়ে ঠেলে নিষ্ঠুর যন্ত্রণা
আমরা দানিব মন্ত্রনা
রক্তে রাঙা রনাঙ্গন
যতক্ষণ বন্দী অগনন
রক্ত যখন উত্তরে উঠে
অমানিশা আঁধার যায় যে কেটে
ঐ দেখ রাজপথ আজ রক্তাক্ত
স্বৈরাচারের অস্ত্র মুখে অবরুদ্ধ
স্বৈরাচারী মেরেছে কপট
আমরা ভাঙিব ঐ বাধার পথ
আজ রক্ত পথে হাটব মোরা
খুঁজতে মুক্ত পথের সন্ধান
আজ রক্তাক্ত হবে রাজপথ
স্বৈরাচারী পালিয়েও পাবে না পথ
ঐ তরুণ শানিত উত্তাল তেপান্তর
ফেলরে তোরা নোঙর
মুক্ত ধারার জন স্রোতে
অগ্রে আগুয়ান
আমরা মুক্ত প্রান
রনে মুক্তি মনে বল
বীর সেনানী বীর দল
চলরে চলরে চল
চল চল চল
চলরে পদাতিক চলরে দিকবিদিক
চলরে এ দুখী দেশের অতন্দ্র সৈনিক
চলরে তরুণ প্রান
চলরে নওজোয়ান
চলরে দেশের তরুণ ত্রাতা অগ্রে আগুয়ান
চলরে দেশের রুদ্র মায়ের বীর ধারা সন্তান
আজ বুক বেঁধে গাইব মোরা মুক্তি রুদ্র গান
আমরা হব অগ্ৰনী বীর ব্যথিত দেশের প্রান
চলরে নবীন চলরে প্রবীণ
চলরে যত আগুয়ান
রাজপথ থেকেই আসবে সুদীন আসবে নব অভুত্থান
চলরে দামাল দল চলরে বামাল
চলরে যত মুক্তি প্রান
লড়ব মোরা দেশের তরে লড়ব মরনপন
তাজা খুনে বান ডেকেছে রক্ত উঠিবে ভীষণ
আমরা নতুন বীর বাংলা মোদের নীড়
এই বাংলা রবে না কভু স্বৈরাচারের অধীর
বলরে বলরে বলরে বল
বাংলাদেশ বাংলাদেশ বল
স্বৈরাচারের উৎখাত
বাংলাদেশ জিন্দাবাদ
চলরে কঠিন প্রান
রাখিতে বাংলার মান
যাদের আছে কুন্ঠিত তূর্য বলিয়ান
চলরে পদাতিক চলরে বেগতিক
চলরে যত কঠিন প্রান মুক্তির পথিক
ন্যায়ের লড়াইয়ে
মোদের তাজা প্রান
আমরা করিব দান
আমরা আগুয়ান
মার্চ মার্চ মার্চ
চলবে কুচ-কাওয়াজ
আমরা করিব তালাশ
কঠিন যুদ্ধ হবে যে আজ
পায়ে ঠেলে নিষ্ঠুর যন্ত্রণা
আমরা দানিব মন্ত্রনা
রক্তে রাঙা রনাঙ্গন
যতক্ষণ বন্দী অগনন
রক্ত যখন উত্তরে উঠে
অমানিশা আঁধার যায় যে কেটে
ঐ দেখ রাজপথ আজ রক্তাক্ত
স্বৈরাচারের অস্ত্র মুখে অবরুদ্ধ
স্বৈরাচারী মেরেছে কপট
আমরা ভাঙিব ঐ বাধার পথ
আজ রক্ত পথে হাটব মোরা
খুঁজতে মুক্ত পথের সন্ধান
আজ রক্তাক্ত হবে রাজপথ
স্বৈরাচারী পালিয়েও পাবে না পথ
ঐ তরুণ শানিত উত্তাল তেপান্তর
ফেলরে তোরা নোঙর
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন