কবি ইমদাদ শাহ্

কবিতা - ইনকিলাব জিন্দাবাদ

কবি ইমদাদ শাহ্

অসংখ্য সমাধির শ্রেষ্ঠতম গল্প থেকে আমার জন্ম
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ
আমাদের বিপ্লব এগিয়ে চলুক-
যতদিন না লালিত স্বপ্নের বাংলাদেশ
ফিরে পায় তার সোনালী আসন
যতদিন না ভিটেমাটি হারানো মানুষদের
এক শতাব্দী সংগ্রামের অবসান হয়
যতদিন না কৃষানের লুট হয়ে যাওয়া
ফসলের স্বপ্ন উজ্জ্বল রোদে হাসে
যতদিন না পিতৃহারা এতিমের কোমল বাহুতে
কেউ এঁকে দেয় মমত্ববোধ
যতদিন না শ্রমিকের বিন্দু বিন্দু ঘাম
কিংবা মজুরের হাতের ফোসকুড়ির সৌন্দর্য
ফিরে পায় ন্যায় বিচার
যতদিন না ক্ষুধা মন্দা বেকারত্ব বৈষম্যর
স্থায়ী সমাধান খুঁজে পায় বাংলাদেশ
যতদিন না স্থায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় দেশে
যতদিন না শাসকদের হাতে উঠে সুশাসনের অমরত্ব
দেশের নাগরিকরা ফিরে পায় তাদের ন্যায্য অধিকার
জুলুম অত্যাচারের দেশ থেকে
আমি এক বিপ্লবী বলছি –
ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ
লাখো শহীদের শানিত রক্ত থেকে আমার জন্ম
লাখো তরুণের প্রতিশ্রুত কন্ঠ থেকে আমার জন্ম
লাখো সৈনিকের দেশপ্রেমের অমর কাব্য থেকে আমার জন্ম
সন্তানহারা মায়ের বুকের আর্তনাদ থেকে আমার জন্ম
পিতৃহারা এতিমের কোমল বাহু থেকে আমার জন্ম
তবে বিপ্লব দীর্ঘজীবী হউক আমার রক্তে

২৭০
মন্তব্য করতে ক্লিক করুন