এ কেমন স্বাধীনতা , একে স্বাধীনতা বলে?
যেখানে নেই নাগরিকের অধিকার
উত্তোরোত্তর বৈষম্যের শেকল
বেছানো উত্তাল রাজপথ
স্বাধীনতা উত্তর বাংলাদেশের
এমন রক্তাক্ত মানচিত্র
কোন দিন ত দেখিনি এর আগে
কী হলো এ স্বাধীন বাংলার
কেন এত এত আন্দোলন
উত্তপ্ত স্লোগান মিছিল শোভাযাত্রা
কীসের এত প্রতিবাদ সমাবেশ
কেন ওরা ছুটোছুটি করছে এদিক সেদিক
এ স্বাধীন বাংলার মাতৃগর্ভে ছূয়ে
ভেসে বেড়াচ্ছে রক্ত নদীর আর্তনাদ
স্বদেশী সরকার ঝাঁপিয়ে পড়েছে
ছাত্র জনতার বিরুদ্ধে – রক্তাক্ত বুলেট
কোন পথে দেশ চলছে
এর পেছনে করছে কারা কারসাজি
কীসের তাদের স্বার্থ বা বিদেশী কালো হাত
বা কীসে এমন আয়নাবাজি
দেশটা আজ এমন ব্যর্থ
কীসে এমন অবিশ্বাস ছড়ায় সোনার দেশে
তরুণের ঐ অগ্নিস্নানে কী ঘুম ভাঙল সবার
স্বৈর শাসনের বিপরীতে জুলাই আন্দোলন
স্বাধীন দেশে রক্তাক্ত পতাকা উড়ছে
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন