জুলাইয়ের অগ্নি কন্যা ওরা দেশপ্রেমে উদ্বুদ্ধ
ওরা রাজপথে নেমেছিল অদম্য চেতনা নিয়ে
কন্ঠে সেই চেতনার আগুন ছিল স্ফীত
চোখে ছিল তার উদগীরন; বীরদর্প প্রসূত
নারীত্বের মৌন-মর্ম জেগে উঠল সমহিমায়
প্রতিবাদী কন্ঠের অসীম সাহসিকতার স্পর্ধায়
নৃশংস যৌবনের দুলালী না হয়ে অধিকার আদায়ের সংগ্রামে
ভাইদের সাথে সংহতি রেখে কন্ঠে কন্ঠ মিলিয়ে
স্লোগানে স্লোগানে মুখর করে তুলল পুরো রাজপথ
ভেঙে চুরমার করল আত্মগর্বা ছত্রপতির গৌরবগাথা
সংগ্ৰামী অটল উন্মাদনা নারীত্বের বিশালতা
একটা স্বৈরাচারী দল–যার দখলে যখন দেশের সমস্ত
সরকারি বেসরকারি চাকরি ব্যবসা বাণিজ্য টেন্ডার
কোটার পেছনে যখন চলছিল রমরমা দলীয় কোটা
মেধাবীরা পঁচে পঁচে মরছিল–
প্রতিবাদহীন অস্তিত্বের গন্ডি পেরিয়ে
খুন গুম নির্যাতনের পদ পৃষ্ঠে যখন একটি গোটা জাতি
তখনি গর্জে উঠে এই বাঘিনীরা
পুরো স্বৈর রেজিমি পুরে ছাই হয়ে যায়
সমূলে উৎপাটিত সেই গহীন অন্ধকার জগৎ
ওরা এ জাতিকে শাব মুক্ত করতে এসেছিল
ওরা নিলর্জদের মত উশৃঙ্খল ছিল না
কিন্তু ওরা তা করেনি— বরং ওরা ছিল সুশৃংখল
রাজপথে অধিকার আদায়ের সংগ্রামে
ভাইদের সাথে একাত্মতা পোষণ করে
ঘনীভূত সংকট-মহূর্ত থেকে এ জাতিকে উদ্ধার করতে
এই পাষন্ডদের হাত থেকে দেশকে উদ্ধার করতে
জুলাই কন্যাদের ভূমিকা কখনোই ভুলবার নয়
হে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারাতে দেব না

৩৭১
মন্তব্য করতে ক্লিক করুন