কবি ইমদাদ শাহ্

কবিতা - জুলাই অগ্নিকন্যা

কবি ইমদাদ শাহ্

বাংলাদেশের মেয়ে আমি
বাংলাদেশী মেয়ে
অগ্নিবানে জাগি আমি
অমন দুখী দেশের পানে চেয়ে
রক্ত করে নৃত্য
জাগে মম চিত্ত
বুক চেঁতিয়ে দাঁড়াই যখন
তেড়ে আসে ভিনদেশী দুর্বৃত্ত
স্বদেশী কুকুর যারা
মেয়েদের করে তাড়া
আর তাদের দেশোদ্রোহী সতীর্থ
জাগে মম চিত্ত
বাংলাদেশের মেয়ে
আমি বাংলাদেশী মেয়ে
মুক্ত দেশের স্বপ্ন দেখি
অগ্নি চোখে চেয়ে
জুলাই যখন রাজপথে
আমি তখন অগ্নি হাতে
স্বদেশী কুকুর যখন
ভাইদের ঝরালো রক্তের বন্যা
আমি তখন অগ্নি কন্যা

২৩২
মন্তব্য করতে ক্লিক করুন