রক্তের দাগ হউক প্রতিবাদ
কিংবা রক্তস্নাত জুলাইয়ের উজ্জ্বল স্মৃতি
পথচিত্রে দেয়াল দেয়ালে বুকের মধ্যে পিলে
বারবার এ রক্তপ্রগাঢ় জুলাই গ্রাফিতি
যেন রাতের আঁধারে পেরিয়ে
নতুন দিনের সূর্যোদয় হয়েছে দেয়ালে দেয়ালে
ছোট ছোট হাতে গড়া
নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতিচ্ছবি
ভেসে উঠেছে রাস্তার বাঁকে বাঁকে
জীবনের রং লেগেছে
সাম্যের রং লেগেছে
অজস্র প্রতিবাদী স্মৃতি
এই জুলাইয়ের পথে প্রান্তরে
কত শত জমানো
একে একে তারা দেয়ালে এসেছে ফিরে
যেন জীবন্ত হয়ে উঠে এসে
বলে দিবে তাদের উপর হওয়া
সমস্ত অত্যাচার জুলুমের কথা
যেন জীবন্ত হয়ে বেরিয়ে আসবে
ইতিহাসের সব নির্মমতা
কত বিভৎস দূর্বিষহ সে স্মৃতি
বহুদর্শী শিল্পীর হাতের প্রতিচ্ছবি
অজস্র প্রতিবাদী স্বর
যেন প্রাণ ফিরে পেয়েছে
হয়ে উঠেছে সজীব
অশ্রু আর রক্তের নিশানা এঁকেছে সগৌরবে
উদীয়মান শিল্পীর হৃদয়ের ধ্বনি
দেশপ্রেমে অনন্ত যৌবনা

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
২১১
মন্তব্য করতে ক্লিক করুন