তোমাদের এ মিছিলে আমিও ছিলাম
হেঁটেছি যতদূর হাটা যায় পথে
আমাদের সম্মিলিত প্রয়াসে
আমাদের অমৃত সাহসে
এগিয়ে গেছে এ মিছিল দূর বহুদূর
যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই
কি করে ফিরব ফিরে যাব আমরা
একটা মৃত দেশকে জাগিয়ে দিয়ে
কি করে ফিরতে পারি ঘরে
মেধাবী ভাইদের জ্যন্ত কবর দিয়ে
কি করে ফিরব
আমাদের ভাইদের রক্ত এখনো
যার হাতে লেগে রয়েছে
কি করে ফিরে যাব ঘরে
চাবুকের আঘাতে জর্জরিত
ভাইয়েরা এখনো অন্ধকার কোটরে
এখনো মাথা ঠুকে ঠুকে মরছে
কি করে ফিরে যাব আমরা
সাহসের তাজা তাজা নিঃশ্বাস
আর ওরা ছড়িয়েছে রক্তের উল্লাস
সেই রক্ত ছূইয়ে শপথ নিয়েছিলাম একদিন
আমাদের আর ফেরার কোন পথ খোলা নেই
এ জাতির
বিবেকে আঘাত করল
সমস্ত চেতনার শক্তি
তবু থামেনি এক স্বৈরাচারীনী
তার নীল ছোবলের বিষদাত তবু ফোঁস ফোঁস করছিল
অগনিত যুবক বৃদ্ধার লাশের উপর পা দিয়ে
তবু থামেনি সে
যার নিঃশ্বাস থেকে দূর্গন্ধ ছড়িয়েছে গোটা দেশে
তবু থামেনি সে
রক্তাক্ত একটা জাতি
মৃত্যু আমাদের নির্ধারিত
মরব তবু একটি মৃত দেশকে জাগিয়ে তোলে
গোটা পৃথিবীকে জানিয়ে
শুইয়ে থাকব রাজপথে
কোন বেওয়ারিশ লাশ হয়ে
শহীদি মৃত্যু আমাদের নির্ধারিত
কোন বর্বর প্রস্তর যুগে এসে
সভ্যতার রক্তমাখা তীর আমাদের বুকে বিদ্ধ করছে
২৪৮

মন্তব্য করতে ক্লিক করুন